
Thursday, April 7, 2011
যারা ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করার কথা ভাবছেন তাদের জন্য
এখন দেখুন এটি কিভাবে আপনাকে টাকা আয় করতে সহযোগী ও মনযোগী করবে:
http://www.sitetalk.com/ এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন। এটা একটি সোস্যাল নেটওয়ার্ক সাইট। এটিতে রেজিষ্ট্রেশন করার সাথে আপনি http://www.unaico.com এর সদস্য হয়ে যাবেন। এই দুইটি সাইটে ডাটাবেজ কানেকশন একই বিধায় এই দুইটি সাইট আপনাকে তাদের গ্রাহক বাড়ানোর সহযোগীতার কারনে এই ইনকাম আপনাকে, আমাকে এবং সবাইকে দিচ্ছে।
কেউ কেউ ভাবছেন এটা একটা কঠিন কাজ, আমি মনে করি এটি তেমন কঠিন কাজ নয়। এই সাইটে কাজ করার ও ইনকাম করার কিছু নিয়মাবলী রয়েছে, প্রথমে সে গুলো জেনে নিন।
১. আপনাকে একটি প্রোপাইল তৈরি করতে হবে।
২. প্রোপাইলে একটি পিকচার এড করতে হবে।
৩. সাপ্তাহে একদিন এই সাইটে ভিজিট করতে হবে।
মাত্র তিনটি শর্ত মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ ১০০০ ইউরো আয় করতে পারেন। নিম্নে টিপস গুলো ইউস করে আপনি সহজে ঘরে বসে এটি করতে পারেন:
১। আপনি মোট সাইটটক এ ১০০টি একাউন্ট তৈরি করবেন। আপনার রেফারেন্স লিংক ব্যবহার করে।
২। প্রত্যেকটি একাউন্টের জন্য ফটো সহ একটি প্রোপাইল তৈরি করবেন।
৩। একদিন ২০ টি একাউন্টের বেশি তৈরি করবেন না। নাহলে আপনার সকল একাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
৪। একটি বা দুইটি একাউন্ট আপনার নামে তৈরি করুন, আর বাকীগুলো ভিন্ন ভিন্ন নামে তৈরি করুন।
৫। ১দিনে ২০টি করে একাউন্ট তৈরি করলে ৫দিনে আপনার একাউন্ট তৈরি হবে ১০০টি। আর এই একাউন্ট গুলোতে আপনার তৈরি করা সিরিয়াল অনুযায়ী সাপ্তাহে একদিন ভিজিট করুন।
৬। মন চাইলে কিছু লিখুন সাইটের ওয়ালে। না লিখলে সমস্যা নাই। তাহলে আপনার একাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভবনা নেই।
৭। এই ভাবে ১-২ ঘন্টা করে আপনাকে সাপ্তাহের ৫দিন কাজ করলে আপনার কাজ শেষ।
৮। বাকী থাকে একঘন্টা। আর বাকী এই একঘন্টা আপনি আপনার একাউন্টগুলোর রেফারেল লিকস আপনার ফেইসবুকের ফেন্ডসদের সাথে শেয়ার করুন।
৯। মাত্র ১০জন ভাল ফ্রেন্ডদের সাথে আপনার লিংকস গুলো ও উল্লেখিত নিয়মগুলো শেয়ার করতে পারেন তাহলে আপনার প্রতিদিন ফ্রেন্ডস পাবেন ২০০ করে তা প্রতি সাপ্তাহে তা বেড়ে দাড়াবে ১৪০০ করে।
১০। http://www.unaico.com সাইটে ফেন্ডসদের ৫০% করে আপনের দুইভাগে ভাগ করে লেফট এবং রাইটে সেট করে দিতে হবে। কিভাবে সেট করবেন তা সর্বনিম্নে দেখুন।
১১। http://www.unaico.com সাইট আপনাকে বাইনারী ভাবে হিসেব করে আপনার সর্বনিম্ন হেন্ড এর সংখ্যা হিবেক করে তার ১০% এর যত হয় তত ভিপি প্রদান করবে। প্রতি সাপ্দতাহে ১৪০০ অনুযায়ী আপনার সর্বনিম্ন সংখ্যা ৬০০ ধরলে আপনার পয়েন্ট সাপ্তাহে দাড়ায় ৬০ভিপি।
১২। ইউনাইকো.কম এর ১ভিপি=১ইউরো, তাহলে ৬০ ভিপি=৬০ইউরো দাড়ায়। এক ইউরো=৯৯.৯ টাকা হলে ৬০ ইউরো=৬০০০ টাকার কাছাকাছি।
১৩। সাপ্তাহে ৬০০০ টাকা হলে মাসে আপনার ইনকাম দাড়ায় ২৪০০০ টাকা একটি একাউন্টের ইনকাম।
১৪। ১৪৯ ইউরো দিয়ে প্রথমে আপনাকে ইউনাইকোর কাছ থেকে মেম্বারশীপ নিতে হবে। এর পরিবর্তে ইউনাইকো আপনাকে একটি ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড দিবে। যা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল এর যেকোন এটিএম বুথ থেকে আপনি আপনার ইনকাম করার টাকা তুলতে পারবেন।
১৫। বড় বিষয় হচ্ছে আপনি আপনার টাকা তুলার জন্য আর কোন টেনশন রইল না। এই কার্ড দিয়ে আপনি পেইপল ভেরিপাই, অনলাইন শপিং ও ই-কর্মাসের বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।
১৬। রেফারেন্স লিংক যার হবে ইনকাম সে পাইবে। অতএব আপনি আপনার রেফারেন্স লিংক সঠিক ভাবে শেয়ার করুন।
আর দেরি না করে এখনি রেজিষ্ট্রেশন করুন নিম্ন লিংক এ-
http://www.sitetalk.com/
এতে রেজিষ্ট্রেশন করার সাথে সাথে ইউনাইকো সাইটের ও আপনার অটো একাউন্ট তৈরি হয়ে যাবে।...
একই আইডি ও পাওয়ার্ড দিয়ে আপনি ইউনাইকোডটকম এ লগিন করতে পারবেন। এই সাইটে লগিন করে আপনার রেফারেন্স ফেন্ডসদের সেট করে নিতে হবে লেফট ও রাইট-এ। সেট করা পদ্ধতি দেখুন :
মেইন ট্যাব হতে Genealogy এর আন্ডারে
Network Placement Sponsorshipএ Click করুন।
(আপনি কোন সাইটে নেটওর্য়াক সেট করতে চান তা নির্ধারণ করে )
Enter network placement এ ক্লিক করুন।
তাহলে আপনার নেটওয়াক পরিবর্তন হয়ে যাবে। আবার, যদি আপনি চান নেটওর্য়াক পরিবর্তন করতে তাহলে পুনরায় একই কাজ করুন।
আপনার নেটওয়ার্ক ট্রি দেখতে চাইলে Genealogy এর আন্ডারে
Genealogy Your network tree তে ক্লি করুন।
Saturday, April 2, 2011
চলুন দেখে নিই ব্লগ সাইট গুলোর র্যাংকিং
ব্লগের র্যাংকিং করার ক্ষেত্রে আমি যেসব তথ্য এখানে লিখছি সেগুলো সংগ্রহ করা হয়েছে web information company Alexa এর ওয়েবসাইট http://www.alexa.com থেকে। চাইলে আপ্নারাও সেখান থেকে যে কোন সাইটের সম্পর্কে সেখানে জেনে নিতে পারেন।আর আমি এখানে র্যাংকিং করেছি সাইটের ট্রাফিক এর উপর ভিত্তি করে।
১।somewhereinblog.net: এটি বাংলা ব্লগ গুলোর মধ্যে এক নম্বরে আছে এবং অন্যান্য ব্লগের সাথে এর ট্রাফিক এর ফারাক অনেক।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটগুলোর মধ্যে এর অবস্থান ১৩তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৩০০৬তম। তবে বাংলাদেশি সাইটের মধ্যে এর অবস্থান ৩ নম্বরে,২ নম্বরে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ১ নম্বরে প্রথম আলো পত্রিকার সাইট(ব্লগ নয়)।
২। techtunes.com.bd: প্রযুক্তি বিষয়ক এ ব্লগটি বাংলা ব্লগের তালিকায় আছে ২ নম্বরে। বাংলাদেশিদের ব্যাবহারে এর র্যাংক ১৯ এবং বিশ্ব পরিমন্ডলে এর র্যাংক ৮,৭৫৪।
৩।sonarbangladesh.com/blog: অনেকে এই ব্লগটি হয়তো পছন্দ করেননা এখানে যে মতাদর্শের মানুষ সাধারনত লিখে তাদের কারণে। তবে ওয়েব ট্রাফিক এর দিক দিয়ে এটি বাংলাদেশের ৩য় র্যাঙ্কধারি ব্লগ
৪।prothom-aloblog.com: এর একদম পরেই আছে এ ব্লগটি
৫।sachalayatan.com: প্রথম আলো ব্লগের খুব কাছেই এর অবস্থান।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ১২৬তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৩৭,৯২৬তম।
৬।amarblog.com: এটি বাংলা ব্লগের মধ্যে ৬ষ্ঠ স্থান দখলকারি। বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ২৫২তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৩৮,৪০৮তম।
৭।amarbornomala.com: সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৭ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৪৪০তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৫৩,৯৩৭তম।
৮।choturmatrik.com:এই সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৮ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬০৭তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১৬১,৭১১তম।
৯।nagorikblog.com: এই সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৯ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬৬৮তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১০৮,৮৬৩তম।
১০।mukto-mona.com: এই সাইটটির অবস্থান রয়েছে ১০ম স্থানে।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬৭০তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১৭৫,৫৭৫তম।
এছাড়া বাংলা ব্লগের মধ্যে lotakambal.com এর সঙ্গত কারণে বাংলাদেশি ব্যাবহারকারিদের মধ্যে ট্রাফিকের কোন তথ্য alexa.com এ নেই।তবে আন্তর্জাতিক ব্যাবহারকারিদের ক্ষেত্রে এর র্যাংক ৬২৯,৩৩৩।
আর bdnews24.com এর বাংলা এবং ইংরেজি ব্লগকে এখানে আমি র্যাংক এ স্থান দেইনি। এর কারন প্রথম-আলো ব্লগ যেমন পত্রিকার সাইট থেকে সম্পূর্ণ আলাদা ওয়েবসাইট bdnews24.com এর বাংলা ও ইংরেজি ব্লগ কিন্তু সেটি নয়। তাই সাইটের ট্রাফিক তাদের নিউজ অংশের নাকি ব্লগের অংশের তা বোঝা মুশকিল।(বাংলা ফোরামগুলোকে এ তালিকার আওতায় আনা হয়নি)
Friday, April 1, 2011
ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ
এজন্য উভয়ই কম্পিউটারে www.teamviewer.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও File transfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।
লুকিয়ে রাখুন ফেসবুকের বন্ধুদের তালিকা
লিস্ট তৈরী করা: ফেসবুকে লগইন করে Friends থেকে All Friends এ যান। এবার বন্ধুদের নামের ডানে Add to list এ ক্লিক করে Create New List টেক্সট বক্সে নতুন গ্রুপের নাম লিখে (আগে থেকে লিস্টের নাম না থাকলে) এন্টার করুন আর তৈরী করা লিস্টে যুক্ত করতে চাইলে লিস্টের উপরে ক্লিক করলেই হবে। এভাবে প্রত্যেক বন্ধুকে ইচ্ছামত লিস্টে যুক্ত করুন।
বন্ধুদের তালিকা প্রদর্শন না করা: এজন্য Settings>Privacy Settings এ যান। এবার Profile এ ক্লিক করে Friends এর ড্রপডাউন থেকে Customize এ ক্লিক করুন। এবার Only Friends চেক করে Except These People এর টেক্সট বক্স এ লিস্টের নাম লিখলে লিস্টটি দেখবে, লিস্টের উপরে ক্লিক করলে তা উপরের তালিকায় যোগ হবে। এভাবে আপনি যে যে লিস্টের বন্ধুকে বা লিস্ট ছাড়া কোন বন্ধুকে বন্ধুদের সংখ্যা এবং তালিকা দেখাতে না সেগুলো যোগ করে Okay করুন। এরপরে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। তাহলে উক্ত বন্ধুরা আপনার মোট বন্ধুর সংখ্যা এবং তালিকা দেখতে পারবে না তবে Mutual Friends এর সংখ্যা এবং তালিকা দেখতে পারবে।
জিমেইলের স্বাক্ষরে ছবি যুক্ত করা
এজন্য Settings এ গিয়ে General ট্যাবে Signature: অংশে ইচ্ছামত স্বাক্ষর বানান। আর ছবি যুক্ত করতে চাইলে Insert Image বাটনে ক্লিক করে যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে ছবিটি ওয়েব লিংক ব্যবহার করতে হবে। ছবিটি পিকাসা বা অন্য কোন সাইটে আপলোড করে ব্যবহার করা যাবে। একাধিক অ্যাকাউন্ট যুক্ত করা থাকলে No signature এর নিচে ড্রপডাউন আসবে সেখান থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করে আলাদা আলাদা স্বাক্ষর তৈরী করে সেভ করলেই হবে। এই সুবিধা গুগল এ্যাপসের মেইলেও পাওয়া যাবে।
পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন ?
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে যোগ করুন নিজের ছবি
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image= background image
উপরের কোডে আপনি background image কে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চান তার নাম দ্বারা রিপ্লেস করুন। উদাহরণসরূপ: sopnojatra.jpgএখন আপনি আপনার ফাইলটিকে desktop.ini নামে সেভ করুন। এবার আপনি desktop.ini ফাইলটি এবং আপনার নিধারিত ইমেজটি ইউএসবি ড্রাইভে সেন্ড করুন। আপনি এই ফাইল দুটিকে হাইড করেও রাখতে পারেন যাতে দুঘটনাবশত ফাইল দুটি ডিলেট না হয়।এরপর আপনার ইউএসবি ড্রাইভটিকে রিফ্রেশ করুন অথবা পুনরায় লাগান। তাহলেই আপনার ইউএসবি ড্রাইভে আপনার পছন্দের ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে হাজির হয়েছে।
এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড খোলা
উইন্ডোজ এক্সপির শতাধিক রান কমান্ড
রেজিস্ট্রি এডিটর নিস্ক্রিয় হলে
ইউটিউবের ভিডিও ডাউনলোড ও কনভার্ট করা
লুকিয়ে রাখুন গুরুত্বপূর্ণ ফোল্ডার
ভাইরাসের উপস্থিতি টের পাবেন যেভাবে
সহজে ছবির সাইজ পরিবর্তন করা
এক্সপির ডেক্সটপকে ত্রিমাত্রিক রূপ দিন
মেপে নিন ইন্টারনেটের গতি
সফটওয়্যার ছাড়াই LOCK করুন যেকোন ফোল্ডার
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন-
ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন।
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লিক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লিক করুন
মুঠোফোন থেকে ফেসবুকে চ্যাট
ইয়াহু ম্যাসেঞ্জার থেকে ফ্রি কল করুন যেকোন মোবাইলে,ল্যান্ডফোনে
১. ইয়াহু ম্যাসেন্জার খুলুন।
২.contacts লেখার নিচে ফাকা বক্সে (ছবিতে দেখানো স্থানে)১৮০০৩৭৩৩৪১১ নম্বরটি লিখে ইন্টার চেপে কল দিন।
৩.এখন ইয়াহু থেকে স্বয়ক্রীয় কিছু কথা শোনা যাবে শুনতে থাকুন এবং অপেক্ষা করুন কখন "ফ্রি কল'' কথাটি উচ্চারন করে ওপাশ থেকে।
৪.যেই বলবে 'ফ্রি বল' আপনিও একটু জোরে বলুন ,'ফ্রি কল'
৪.যদি প্রথম চেষ্টায়ই আপনার কাজ হয়ে যায় তাহলে তো ভালোই।নয়তো কল কেটে দিয়ে আবার একই নিয়মে কল করুন এবং ফ্রি কল চালুর চেষ্টা করুন।তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি,ফ্রী কল কথাটি বলার আগেই কল কেটে যায়,আবার অনেক সময় network busy দেখায়।তাই যে সময় network ফ্রি থাকে সেসময় চেষ্টা করুন।একবার ফ্রি কল হয়ে গেলে যতক্ষন খুশী কথা বলতে পারবেন যেকোন মোবাইলে।
সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা
উইন্ডোজ এক্সপিতে যদি হাইবারনেট ব্যবস্থা থাকে তাহলে সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পছন্দের প্রোগ্রামসহ কম্পিউটার চালু করতে পারেন। এজন্য Start/ All Programs/ Accessories/ System Tools/ Scheduled Tasks এ যান। এবার Add Scheduled Task এ দুইবার ক্লিক করে Next বাটনে ক্লিক করুন এবং পছন্দের প্রোগ্রামটি নির্বাচন করে পুনরায় Next বাটনে ক্লিক করুন। এরপর পছন্দের টাস্ক নির্বাচন করে আবার Next বাটনে ক্লিক করুন এবং সময় ও টাস্ক ঠিক রেখে Next বাটনে ক্লিক করুন। এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে Next বাটনে ক্লিক করুন। এবার Open Advanced Properties for the task when I click Finish চেক বক্স চেক করে Finish বাটনে ক্লিক করুন। তাহলে প্রোপার্টিস ডায়ালগ বক্স আসবে। এখানে Setting ট্যাবে ক্লিক করে নিচের Wake The Computer To Run This Task চেক বক্স চেক করে OK করুন। এরপরে কম্পিউটার শার্টডাউনের পরিবর্তের হাইবারনেট করলে সিডিউল টাস্কে দেওয়া নির্দিষ্ট সময়ে উক্ত প্রোগ্রামটিসহ কম্পিউটার আপনা আপনি চালু হবে। কম্পিউটার শার্টডাউন করলে সয়ংক্রিয়ভাবে কম্পিউটার চালু হবে না। তবে এজন্য বিদ্যুত বা অনান্য সংযোগ ঠিকমত থাকতে হবে।
ডিসপ্লে প্রোপার্টিসের সাহায্যে ডেক্সটপের পটভুমি পরবির্তনে সমস্যা হলে
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\ActiveDesktop]
“NoChangingWallPaper”=dword:00000000
পদ্ধতি ২: রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার করলে Group Policy চালু হবে।এখানে Local Computer Policy এর User Configuration> Administrative Templates> Control Panel এ যান। এবার ডানের Prevent Changing Wallpaper এ দুইবার ক্লিক করে Setting ট্যাব থেকে Disabled অপশন বাটন নির্বাচন করে OK করুন।