ব্লগে নিবন্ধন করে কোন লেখা ছাড়া থাকতে বেশ অস্বস্তি লাগছে,আর কি যে লিখব তাও ভেবে পাচ্ছি না। তাই নিজের ব্লগে যাত্রা শুরু করার ঘোষণাই দিলাম। নিজের ঢাক নিজে পিটানো এই আর কি
। এই ব্লগে অবশ্য এর আগেও একবার নিবন্ধনের চেষ্টা করেছিলাম কিন্তু অসাধারণ নেট জ্যাম
এর কারণে সেটা সম্ভব হয় নাই। যাই হোক শেষ পর্যন্ত আসলাম এই ব্লগে।যেহেতু ব্লগে এসেছি তাই এই ব্লগের একটু সুনাম করি।হয়তো এর মাধ্যমে মডুদের সুনজরে এসে যাব শুরু থেকেই
।
ব্লগের র্যাংকিং করার ক্ষেত্রে আমি যেসব তথ্য এখানে লিখছি সেগুলো সংগ্রহ করা হয়েছে web information company Alexa এর ওয়েবসাইট http://www.alexa.com থেকে। চাইলে আপ্নারাও সেখান থেকে যে কোন সাইটের সম্পর্কে সেখানে জেনে নিতে পারেন।আর আমি এখানে র্যাংকিং করেছি সাইটের ট্রাফিক এর উপর ভিত্তি করে।
১।somewhereinblog.net: এটি বাংলা ব্লগ গুলোর মধ্যে এক নম্বরে আছে এবং অন্যান্য ব্লগের সাথে এর ট্রাফিক এর ফারাক অনেক।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটগুলোর মধ্যে এর অবস্থান ১৩তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৩০০৬তম। তবে বাংলাদেশি সাইটের মধ্যে এর অবস্থান ৩ নম্বরে,২ নম্বরে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ১ নম্বরে প্রথম আলো পত্রিকার সাইট(ব্লগ নয়)।
২। techtunes.com.bd: প্রযুক্তি বিষয়ক এ ব্লগটি বাংলা ব্লগের তালিকায় আছে ২ নম্বরে। বাংলাদেশিদের ব্যাবহারে এর র্যাংক ১৯ এবং বিশ্ব পরিমন্ডলে এর র্যাংক ৮,৭৫৪।
৩।sonarbangladesh.com/blog: অনেকে এই ব্লগটি হয়তো পছন্দ করেননা এখানে যে মতাদর্শের মানুষ সাধারনত লিখে তাদের কারণে। তবে ওয়েব ট্রাফিক এর দিক দিয়ে এটি বাংলাদেশের ৩য় র্যাঙ্কধারি ব্লগ
। বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ১২১তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ২২,২০৪তম।
৪।prothom-aloblog.com: এর একদম পরেই আছে এ ব্লগটি
।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ১২৩তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ২৩,২৪৭তম।
৫।sachalayatan.com: প্রথম আলো ব্লগের খুব কাছেই এর অবস্থান।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ১২৬তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৩৭,৯২৬তম।
৬।amarblog.com: এটি বাংলা ব্লগের মধ্যে ৬ষ্ঠ স্থান দখলকারি। বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ২৫২তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৩৮,৪০৮তম।
৭।amarbornomala.com: সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৭ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৪৪০তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৫৩,৯৩৭তম।
৮।choturmatrik.com:এই সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৮ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬০৭তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১৬১,৭১১তম।
৯।nagorikblog.com: এই সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৯ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬৬৮তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১০৮,৮৬৩তম।
১০।mukto-mona.com: এই সাইটটির অবস্থান রয়েছে ১০ম স্থানে।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬৭০তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১৭৫,৫৭৫তম।
এছাড়া বাংলা ব্লগের মধ্যে lotakambal.com এর সঙ্গত কারণে বাংলাদেশি ব্যাবহারকারিদের মধ্যে ট্রাফিকের কোন তথ্য alexa.com এ নেই।তবে আন্তর্জাতিক ব্যাবহারকারিদের ক্ষেত্রে এর র্যাংক ৬২৯,৩৩৩।
আর bdnews24.com এর বাংলা এবং ইংরেজি ব্লগকে এখানে আমি র্যাংক এ স্থান দেইনি। এর কারন প্রথম-আলো ব্লগ যেমন পত্রিকার সাইট থেকে সম্পূর্ণ আলাদা ওয়েবসাইট bdnews24.com এর বাংলা ও ইংরেজি ব্লগ কিন্তু সেটি নয়। তাই সাইটের ট্রাফিক তাদের নিউজ অংশের নাকি ব্লগের অংশের তা বোঝা মুশকিল।(বাংলা ফোরামগুলোকে এ তালিকার আওতায় আনা হয়নি)
ব্লগের র্যাংকিং করার ক্ষেত্রে আমি যেসব তথ্য এখানে লিখছি সেগুলো সংগ্রহ করা হয়েছে web information company Alexa এর ওয়েবসাইট http://www.alexa.com থেকে। চাইলে আপ্নারাও সেখান থেকে যে কোন সাইটের সম্পর্কে সেখানে জেনে নিতে পারেন।আর আমি এখানে র্যাংকিং করেছি সাইটের ট্রাফিক এর উপর ভিত্তি করে।
১।somewhereinblog.net: এটি বাংলা ব্লগ গুলোর মধ্যে এক নম্বরে আছে এবং অন্যান্য ব্লগের সাথে এর ট্রাফিক এর ফারাক অনেক।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটগুলোর মধ্যে এর অবস্থান ১৩তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৩০০৬তম। তবে বাংলাদেশি সাইটের মধ্যে এর অবস্থান ৩ নম্বরে,২ নম্বরে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ১ নম্বরে প্রথম আলো পত্রিকার সাইট(ব্লগ নয়)।
২। techtunes.com.bd: প্রযুক্তি বিষয়ক এ ব্লগটি বাংলা ব্লগের তালিকায় আছে ২ নম্বরে। বাংলাদেশিদের ব্যাবহারে এর র্যাংক ১৯ এবং বিশ্ব পরিমন্ডলে এর র্যাংক ৮,৭৫৪।
৩।sonarbangladesh.com/blog: অনেকে এই ব্লগটি হয়তো পছন্দ করেননা এখানে যে মতাদর্শের মানুষ সাধারনত লিখে তাদের কারণে। তবে ওয়েব ট্রাফিক এর দিক দিয়ে এটি বাংলাদেশের ৩য় র্যাঙ্কধারি ব্লগ
৪।prothom-aloblog.com: এর একদম পরেই আছে এ ব্লগটি
৫।sachalayatan.com: প্রথম আলো ব্লগের খুব কাছেই এর অবস্থান।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ১২৬তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৩৭,৯২৬তম।
৬।amarblog.com: এটি বাংলা ব্লগের মধ্যে ৬ষ্ঠ স্থান দখলকারি। বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ২৫২তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৩৮,৪০৮তম।
৭।amarbornomala.com: সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৭ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৪৪০তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ৫৩,৯৩৭তম।
৮।choturmatrik.com:এই সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৮ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬০৭তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১৬১,৭১১তম।
৯।nagorikblog.com: এই সাইটটির অবস্থান বাংলা ব্লগের ক্ষেত্রে ৯ম।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬৬৮তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১০৮,৮৬৩তম।
১০।mukto-mona.com: এই সাইটটির অবস্থান রয়েছে ১০ম স্থানে।বাংলাদেশিদের ব্যাবহার করা সাইটের মধ্যে এর র্যাংক ৬৭০তম এবং আন্তর্জাতিক ক্ষেত্রে র্যাংক ১৭৫,৫৭৫তম।
এছাড়া বাংলা ব্লগের মধ্যে lotakambal.com এর সঙ্গত কারণে বাংলাদেশি ব্যাবহারকারিদের মধ্যে ট্রাফিকের কোন তথ্য alexa.com এ নেই।তবে আন্তর্জাতিক ব্যাবহারকারিদের ক্ষেত্রে এর র্যাংক ৬২৯,৩৩৩।
আর bdnews24.com এর বাংলা এবং ইংরেজি ব্লগকে এখানে আমি র্যাংক এ স্থান দেইনি। এর কারন প্রথম-আলো ব্লগ যেমন পত্রিকার সাইট থেকে সম্পূর্ণ আলাদা ওয়েবসাইট bdnews24.com এর বাংলা ও ইংরেজি ব্লগ কিন্তু সেটি নয়। তাই সাইটের ট্রাফিক তাদের নিউজ অংশের নাকি ব্লগের অংশের তা বোঝা মুশকিল।(বাংলা ফোরামগুলোকে এ তালিকার আওতায় আনা হয়নি)
No comments:
Post a Comment