Custom Search

Friday, April 1, 2011

মেপে নিন ইন্টারনেটের গতি

আমরাতো প্রায় সকলেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু ইন্টারনেটের গতি কত তা কি কখনও মেপে দেখেছি। আমরা সাধারণত ইন্টারনেটের সর্বচ্চো গতিকে দেখে থাকি কিন্তু প্রতি গতি দেখতে পাবেন নেট মিটারের সাহায্যে। www.hootech.com/NetMeter ওয়েবসাইট থেকে নেট মিটার সফটওয়্যার ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার দেখুন নেট মিটারে ডাউনলোড রেট, আপলোড রেট এবং উভয়ই গ্রাফ আকারে দেখা যাচ্ছে। এছাড়াও নিচে তাদের মান প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। আপনি চাইলে কাষ্টমাইজ করে শুধু টেক্সট রাখতে পারেন। এভাবে নেট মিটারের উইন্ডোকে রেখে প্রতিনিয়ত ইন্টানেটের গতি দেখে নিতে পারেন।

No comments:

Post a Comment