Custom Search

Tuesday, March 29, 2011

How to find good mobile

মানসম্পন্ন মোবাইল সেট চেনার উপায়
আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন, সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নম্বর চলে আসবে। এখন ৭ম এবং ৮ম নম্বরের দিকে খেয়াল করুন। যদি ৭ম এবং ৮ম নম্বর 02 বা 20 হয়, সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, 08 বা 80 হয়ে থাকলে হ্যান্ডসেটটির কোয়ালিটি মানসম্মত, 01 বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

No comments:

Post a Comment